Tense, Tenses, Tense bangla to english,

Tense-ক্রিয়ার কাল, সহজে শিখুন

ইংলিশ গ্রামার এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকসের মধ্যে নিঃসন্দেহে Tense অন্যতম। এটা আপনিও জানেন; আমিও জানি 🙄 । আপনি Tense এর প্রয়োজনীয়তা অনুভব করেন, সেজন্যই আমার লেখা এ আর্টিকেলটি এখন পড়ছেন। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীর কাছে এই Tense টা একটা আতঙ্কের নাম। বিভিন্ন ধরনের স্টুডেন্ট দেখা যায় এই Tense এর পারদর্শীতার উপর ভিত্তি করে।

সত্যি বলতে আমাদের দেশে যে বইগুলো প্রচলিত আছে(যে বইগুলো টিচাররা শিক্ষার্থীদের ধরিয়ে দেয় অর্থাৎ আমাদের স্কুল-কলেজগুলোতে পড়ানো হয়। ) এসব বই পড়ে স্টুডেন্টসরা Tense এর মাহাত্ম অনুভব করতে পারে না । কিন্তু দিনশেষের Tense বা ক্রিয়ার কাল ইংলিশ গ্রামারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনাকে ইংরেজি দ্বিতীয় পত্রে বা ইংলিশ গ্রামারে ভালো করতে হলে Tense এর উপরে পারদর্শীদের কোন বিকল্প নেই।

প্রথমত একটা কথা বলে রাখি। আপনারা এতদিন Tense সম্পর্কে যে ধরনের তথ্যগুলো শুনে এসেছেন আপাতত সবকিছু ভুলে যান, এখন এ কন্টেন্ট টি পড়া শুরু করার আগে। ধরে নিন আপনি Tense সম্পর্কে কিছুই জানেন না। আজকে থেকে Tense শেখা শুরু করছেন। আমি আপনাকে এমনভাবে Tense শিখাবো, আপনি একদম সহজে Tense শিখে যেতে পারবেন। আপনাকে আমি আস্বস্ত করছি, আপনি যদি ধীরে সুস্থে আমাদের Tense-ক্রিয়ার কাল এর টিউটোরিয়াল গুলো ফলো করেন তাহলে আপনি জীবনেও আর Tense ভুলবেন না। তবে শর্ত হচ্ছে: আপনাকে ধীরে সুস্থে পড়তে হবে। যদি খাতা কলম থাকে এগুলো নিয়ে বসেন। নোট করেন তাহলে বেশি দিন মনে রাখতে সুবিধা হবে।(না থাকলেও খুব বেশি অসুবিধা হবে না। তবে থাকলে ভালো হয়। )

আমার Tense শেখার গল্প! 😍

আমি তখন ক্লাস এইটে পড়ি। ক্লাসের একদম সাধারণ একজন ছিলাম। স্যার একদিন হঠাৎ এসে আমাকে জিজ্ঞেস করল, " past perfect Tense এর Structure"। আমি উত্তর দিতে পারিনি। ফলে স্যার আমার ঘাড়ের উপরে একটা বাড়ি দেয়। আঘাতটা খুব লেগেছিল আমার। সেদিন স্যারকে মনে মনে খুব অভিশাপ দিয়েছি। যাইহোক, রাতে পড়তে বসলাম Tense. পড়তে বসেই Tense এর বারোটা রুলের কথা মাথায় আসলে ভয় পেয়ে যেতাম। তবুও পড়ছিলাম কোনমতে। কারণ আজকে না পড়লে কালকে আবার বেতের বাড়ি খেতে হবে। এই ভয়ে পড়ছি আর কি 🙄। পড়তে পড়তে হঠাৎ করে Tense এর একটা হিডেন/সিক্রেট বিষয় আমার নজরে পড়ে। আমি কয়েকবার মিলানোর চেষ্টা করি বিষয়টা। যতবার মিলাই, দেখি ততবারই মিলে যায়। এরপরে বিশ্বাস করেন, আমার Tense এর এই বারোটা নিয়ম মুখস্ত করতে দশ মিনিটও ঠিক মত লাগে নাই। তখন যে আমি Tense শিখেছি; এরপরে আর কোনদিন Tense বই থেকে খুলেও দেখিনি। কিভাবে আমি শিখেছিলাম Tense, এসব কিছুই আপনাদের সাথে আমি ধাপে ধাপে শেয়ার করব। আপনারা আমার টিউটোরিয়াল গুলো ফলো করতে থাকেন। আবারো অনুরোধ করছি, এ আর্টিকেলটি ধীরে-সুস্থে পড়েন। মনোযোগী হয়ে পড়েন।‌ বিচলিত হলে কিন্তু আপনি আগের মতই থেকে যাবেন। কিছু শিখতে পারবেন না।

🌹 Nirjon Bangla Tense Tutorial. 😍

ইংলিশ গ্রামারে Tense অনেক গুরুত্বপূর্ণ এবং বিস্তৃত একটি বিষয়। একটি আর্টিকেলের মাধ্যমে Tense পুরোপুরি সম্পন্ন করা সম্ভব নয়। Tense এর সব কিছু শেখানোর জন্য আমরা কয়েকটা আর্টিকেল প্রকাশ করব আপনাদের জন্য। এর মধ্যে আজকের পর্বটি হচ্ছে বেসিক পর্ব । পরের পর্বগুলো বোঝার জন্য আজকের পর্বটি খুব ই গুরুত্বপূর্ণ। আজকে পর্বে আমরা Tense সম্পর্কে খুঁটিনাটি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় জানবো। যেগুলো হয়তো আপনারা আগে জানতেন না। পরবর্তী টিউটোরিয়ালে আমরা Tense এর বারোটি স্ট্রাকচার কিভাবে আমার মতো করে সহজে মুখস্ত করবেন বা সারা জীবন মনে রাখবেন, তা শেখাবো। দ্বিতীয় পর্বটি শেষ করার পর মোটামুটি আপনি Tense এর উপরে ভালো একটি ধারণা রাখতে সমর্থ হবেন। অর্থাৎ আমাদের স্কুল-কলেজের কাজগুলো মোটামুটি চালিয়ে নেওয়া যাবে। এরপরের পর্বগুলো হবে কনফিউশন দূর করা নিয়ে। অর্থাৎ মোটামুটি এডভান্স লেভেলের স্টুডেন্টরা যে প্রবলেমগুলো অনুভব করে সেগুলো দূর করা সম্পর্কিত। সেখানে আলাদা আলাদা ভাবে অন্তর্ভুক্ত হবে, Present Tense, Past Tense ও Future Tenseনিয়ে।

Tense কেন শিখবো?🙄

Tense কি বা Tense কাকে বলে জানার আগে আমাদের জানা উচিত, আমরা কেন Tense শিখব বা Tense এর প্রয়োজনীয়তা কি? বস্তুত ইংরেজি গ্রামার এর সবগুলো জায়গায় আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মোটামুটি Tense কে পাবেন। Tense শিখার পর থেকে আমি আজ পর্যন্ত একটা paragraph, Dialogue, CV, Completing story, Letter, Email, Application, Complain Letter, Notice এগুলো কিছু মুখস্ত করি নাই। পরীক্ষায় আসলে অথবা ক্লাসে জিজ্ঞেস করলে নিজ থেকে বলতাম এবং এখনো বলি। আমি আশাকরি Tense শেখার পর থেকে আপনারাও পারবেন আমার মতো। ইংরেজিতে কথা বলার ক্ষেত্রেও Tense দারুনভাবে হেল্প করবে আপনাকে।

Tense.

Tense এর বাংলা প্রতিশব্দ হলো কাল বা সময়। কিসের কাল বা সময়? উত্তর হচ্ছে: ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বা কাজ সংগঠিত হওয়ার মুহুর্ত। চলুন আরেকটু এক্সপ্লেইন করা যাক বিষয়টা:

সময় কি? সময় হচ্ছে একটা স্কেল বা মাপকাঠি। কোন ঘটনা ঘটার নির্দিষ্টতা আমরা সময় দিয়ে নির্দেশ করি। মাপকাঠি অনুযায়ী সময় তিন ধরনের হতে পারে অর্থাৎ ঘটনা তিন সময়ে ঘটতে পারে। যথা: অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তো, আমরা কিছুক্ষণ আগে পড়লাম, ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে Tense বলে অর্থাৎ Tense হচ্ছে সময় নির্দেশকারী। সময় যেহেতু তিন ধরনের হতে পারে সুতরাং Tense ও তিন প্রকারের হয়(সাধারণত)।

সারকথা : ক্রিয়া সংঘটিত হওয়ার সময় হচ্ছে Tense বা ক্রিয়ার কাল। [ ক্রিয়ার কাল মানে হচ্ছে ক্রিয়া বা verb সংগঠিত হওয়ার কাল বা সময়। অর্থাৎ একটি কাজ কখন সংঘটিত হয়েছে তা নির্দেশ করে Tense.]

Classification of Tense. Tense কে সাধারনত তিন ভাগে ভাগ করলে ও প্রত্যেকটা Tense কে আবার চারভাগে ভাগ করা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url