অভিকর্ষ কি ও কেন ? Fun facts about gravity in Bangla.

অভিকর্ষ রহস্যময় একধরনের বল যা সবকিছুকে পৃথিবীর দিকে আকর্ষণ করে । কিন্তু এই অভিকর্ষ কি?

অভিকর্ষের অপর নাম মাধ্যাকর্ষন। মহাবিশ্বের যেকোনো একটি বস্তু ও পৃথিবীর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষন বলে। 

একটা বস্তুর অভিকর্ষ কতটুকু হবে তা নির্ভর করে বস্তুটি কত বড় তার উপর। আরো পরিষ্কার করে বললে অভিকর্ষ বস্তুর ভরের উপরে নির্ভর করে অর্থাৎ বস্তুর ভর যত বেশি হবে অভিকর্ষ ও তত বেশি হবে। অভিকর্ষ বস্তুর দূরত্বের উপরেও নির্ভর করে। বস্তু যত নিকটে অবস্থান করবে অভিকর্ষ তত বেশি হবে। 

অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ কেন গুরুত্বপূর্ণ ? 

মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। অভিকর্ষ বলের কারনেই আমরা এই পৃথিবীতে এখন স্বাচ্ছন্দে বিচরণ করতে পারছি। অভিকর্ষ না থাকলে আমরা সবাই আকাশে উড়ে যেতাম। একটি বলকে লাথি মারলে তা চিরজীবনের জন্য উড়ে বেড়াত। সহজ কথায় বলতে গেলে, আমরা এক মুহুর্ত ও মাধ্যাকর্ষন ছাড়া কল্পনা করতে পারি না।


অভিকর্ষের প্রভাবে গ্রহ গুলো সূর্যের চারদিকে ঘুরছে।



বিশ্বব্রহ্মাণ্ডের সব নিয়ম অব্যাহত রাখার জন্যেও অভিকর্ষের বিকল্প নেই। পৃথিবী সহ অন্য গ্রহগুলো সূর্যের চারপাশে ঘুরে অভিকর্ষের প্রভাবে। পৃথিবীতে সমস্ত প্রাণীর বেঁচে থাকার জন্য আলো এবং তাপের প্রয়োজন হয় নিজেদেরকে উষ্ণ রাখার জন্য। এখন পৃথিবী যদি সূর্যের বর্তমানে যে দূরত্বে অবস্থান করতেছে তার থেকে বেশি কিংবা কাছে অবস্থান করে তাহলে তার তাপমাত্রা বেড়ে যাবে কিংবা অতিরিক্ত কমে যাবে। সেক্ষেত্রে পৃথিবীতে জীবন ধারণ প্রায় অসম্ভব হয়ে পড়বে। 

Who discovered gravity? 
গাণিতিকভাবে গ্রেভিটি বা অভিকর্ষের ধারণা সর্বপ্রথম ব্যাখ্যা করেন স্যার আইজ্যাক নিউটন। পরে, আলবার্ট আইনস্টাইন ধারনাটির আরো উন্নতি ঘটান তার থিওরি অব রিলেটিভিটির মাধ্যমে।

ওজন কী?
ওজন হচ্ছে এক ধরনের বল যার মাধ্যমে পরিমাপ করা হয়, একটা বস্তুকে পৃথিবী কি পরিমান বলে আকর্ষণ করে। যে বস্তুর ভর যত বেশি; তার ওজন তত বেশি। ওজন বস্তুর ভর এবং পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। 
ওজনের একক কী?
ওজন একধরনের বল। সুতরাং ওজনের একক: নিউটন।
 

Fun facts about gravity in Bangla
  • সমুদ্রের জোয়ার ঘটে চাঁদের অভিকর্ষের প্রভাবে।
  • পৃথিবী থেকে মঙ্গল গ্রহ ছোট এবং মঙ্গলের ভর পৃথিবী থেকে কম। সেজন্য মঙ্গল গ্রহের অভিকর্ষ বল‌ও পৃথিবীর চেয়ে কম। যদি আপনার ওজন পৃথিবীতে একশ পাউন্ড হয়ে থাকে তাহলে মঙ্গল গ্রহে আপনার ওজন হবে মাত্র 38 পাউন্ড।
  •  মাধ্যাকর্ষণ আমাদের জানা সবচেয়ে দুর্বল বল।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url