পরমাণু কি ও কেন?

পরমাণু কাকে বলে

<

পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কনিকা।পরমাণু সম্পর্কে জ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়।  কিন্তু কেন পরমানু প্রয়োজন তাই এই পোস্টের মূল বিষয়বস্তু।


পরমাণু কাকে বলে
পরমানু 

পরমাণু কেন গুরুত্বপূর্ণ?

আমরা আমাদের চারপাশে যা কিছু দেখে থাকি তার সবকিছুই পরমাণু নিয়ে গঠিত। পরমাণু যদি না থাকতো তাহলে মহাবিশ্বের কোন কিছুই exist করত না। বর্তমানে আমরা অনেক কঠিন কঠিন রোগের ওষুধ আবিষ্কার করে ফেলেছি । কিন্তু আপনি কি জানেন, আমরা যদি পরমাণু সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে ব্যর্থ হতাম; তাহলে কোন ওষুধই আবিষ্কার করতে সফল হতাম না। বর্তমানে পরমাণুর গঠন পরিবর্তন করে আমরা আমাদের প্রয়োজনীয় অনেক সামগ্রী তৈরি করতে সফল হয়েছি। অর্থাৎ এই মহাবিশ্বে আমরা যা কিছু প্রত্যক্ষ করে থাকি তার সবকিছুই হচ্ছে পরমাণু। তাই পরমাণু কেন গুরুত্বপূর্ণ এ বিষয়টি উল্লেখ করার প্রয়োজনীয়তা নেই।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url