গণিত কেন গুরুত্বপূর্ণ? Why should we learn mathematics.

গণিত অনুশীলন
Importance of mathematics 


গণিত কেন গুরুত্বপূর্ণ অথবা দৈনন্দিন জীবনে গণিতের প্রয়োজন কী এ সম্পর্কে শিক্ষার্থীদের মাঝেমধ্যে প্রশ্নের উদয় হয়। কিন্তু এসব প্রশ্নের সঠিক উত্তর কী তা আমরা আজকের এই পোষ্টে জানার চেষ্টা করব।

২০০৫ সালে Gallup  একটি সার্ভে পরিচালনা করে যেখানে শিক্ষার্থীদের থেকে পরিচালকরা তাদের সবচেয়ে কঠিন বিষয়ের নাম জানতে চাইলেন। 

 কিন্তু অপ্রত্যাশিতভাবে সেখানে বেশিরভাগ শিক্ষার্থী গণিত কে তাদের নিকট সবচেয়ে কঠিন সাবজেক্ট হিসেবে নির্বাচিত করে। 

তাই, প্রত্যাহিক জীবনে গণিতের গুরুত্ব বোঝার পূর্বে, আসুন এর সংক্ষিপ্তভাবে বিবরণ এবং কেন বেশিরভাগ শিক্ষার্থী গণিতকে জটিল বিষয় মনে করে তা নিয়ে আলোচনা করা যাক। 

তার ও পূর্বে গণিত নিয়ে কিছু কথা বলি, 

                      গণিত

গণিত পরিমাণ, সংগঠন পরিবর্তন ও স্থান বিষয়ক গবেষণা। গণিতের নিদিষ্ট কোন সংজ্ঞা নেই।গণিতে সংখ্যা ও অন্যান্য পরিমাপযোগ্য রাশিসমূহের মধ্যকার সম্পর্ক বর্ণনা করা হয়। 
                                             -সূত্র: উইকিপিডিয়া 

   গণিতের ভূমিকা ও তাৎপর্য

গণিত মানুষের যুক্তি এবং চিন্তার জগতের প্রসারণ ঘটায়। তাছাড়া বিজ্ঞান, সামাজ, এমনকি সঙ্গীত ও শিল্পের মত অন্যান্য বিষয়ের ধারণা বোঝার ক্ষেত্রে গাণিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বর্তমানে এমন কোন ক্ষেত্র দেখানো মুশকিল যেখানে গণিতের ব্যবহার অনুপস্থিত। বিজ্ঞান, সমাজ, অর্থনীতি, ইতিহাস, ব্যবসা-বাণিজ্য থেকে নিয়ে সবকিছুতে এখন গণিত। সহজ কথায়, গণিত ছাড়া বর্তমান যুগ কল্পনা করা আকাশ কুসুম সম। 
চলুন জেনে নেওয়া যাক,  কেন অনেক শিক্ষার্থী গণিতকে জটিল মনে করে?

Why do students find maths a nightmare?

সম্পর্ক তৈরিতে সমস্যা।

শিক্ষার্থীরা যখন তাদের বিষয়কে বাস্তব জীবনের পরিস্থিতির সাথে সম্পর্কিত করে পড়ার সুযোগ পাবে তখন ই শিক্ষর্থীদের নিকট বিষয়টা সহজ মনে হবে। আমাদের দেশের যে বই গুলো আছে সেগুলো মোটামুটি বাস্তব জীবনের সাথে মিল রেখেই প্রণয়ন করা হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা একটু ভাবুক-প্রকৃতির না হলে তা মোটে কার্যকরী হবে না। এজন্য ব‌ইয়ে যে অঙ্ক গুলো আছে তা শিক্ষার্থীদেরকে বুঝতে হবে বাস্তব জীবনের সাথে কোথায় মিল রয়েছে?  বুঝতে সমর্থ হলে গণিতের প্রতি ভালোবাসা তৈরি হবে ধীরে ধীরে। 

গণিতের জন্য প্রয়োজন অনুশীলন।

ইংরেজিতে একটা প্রবাদ আছে যে, “Practice makes a man perfect.” এবং এটা শুধু গণিতের ক্ষেত্রে না, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই অনুশীলনের কোন বিকল্প নাই। তবে যে সকল শিক্ষার্থী গণিতকে উপভোগ করতে পারে না তাদের কাছে গণিত অনুশীলন করা একটা কঠিন ব্যাপারে পরিণত হয়।  কিন্তু শিক্ষার্থীরা যদি যথেষ্ট পরিমাণে গণিত অনুশীলন না করে, তাহলে শিক্ষার্থীরা গণিতের ভয়কে কাটিয়ে উঠতে সমর্থ হবে না। 

কারন: কেন শিক্ষার্থীদের গণিত পড়া প্রয়োজন?


  • গণিত আমাদের সৃজনশীল হতে সাহায্য করে।
  • কিভাবে যুক্তি দিয়ে কথা বলতে হয়, তা আমাদেরকে গণিত শেখায়। 
  • গণিত অনুশীলন আমাদের বোধগম্যতা শক্তি বৃদ্ধি করে।
  • গণিতকে বলা হয়ে থাকে বিজ্ঞানের রানি।

           গণিত কেন গুরুত্বপূর্ণ?

১. গণিতের চর্চা আমাদের নতুন করে ভাবতে শিখায়।
২. ব্যবসা বাণিজ্য করতে হলে গণিত প্রয়োজন। 
৩. বিজ্ঞানের জ্ঞান অর্জনের ক্ষেত্রে গণিতের কোন বিকল্প নেই।
৪. আগামী একশো বছরে পৃথিবী যতটা উন্নত হবে, তার সবকিছুর পিছনেই গণিতের অবদান থাকবে সবচেয়ে বেশি। 
৫. যেকোনো পরিস্থিতি মোকাবিলায় গণিত চর্চা আমাদের সাহায্য করে। 
৬. বর্তমানে একটা বাড়ি তৈরির ক্ষেত্রে ও গণিতের প্রয়োজন পড়ে।
৭. চাকরির বাজারে ম্যাথ এক্সপার্টদের চাহিদা ও প্রচুর।

আশাকরি আপনারা বুঝতে পারছেন যে, গণিত কেন গুরুত্বপূর্ণ?  গণিতের প্রয়োজনীয়তা বাস্তব জীবনে অস্বীকার করাও একধরনের বোকামি। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url