কেন ব্লগিং করবেন ২০২৩ সালে? why should you start blogging in 2023?

🌹২০২৩ সালে ব্লগিং করে সফল হ‌ওয়া কি সম্ভব? কেন আপনি ২০২৩ সালে ব্লগিং করবেন? ব্লগিং করে কি আদো অনলাইনে উপার্জন সম্ভব? আমার কম্পিউটার নাই, মোবাইল দিয়ে কি ব্লগিং করতে পারবো? ব্লগিং করে উপার্জন করতে কতদিন লাগবে এবং কি কি প্রয়োজন?
🌹আপনার মনে বর্তমান সময়ে ব্লগিং নিয়ে যদি এ ধরনের আরো প্রশ্ন থেকে থাকে, তাহলে আজকের এই সম্পূর্ণ আর্টিকেলটি আপনার জন্য। আপনি যদি জানতে আগ্ৰহী হয়ে থাকেন, "২০২৩ ব্লগিং নিয়ে" তাহলে পড়তে থাকুন আর্টিকেল টি। তবে ধীরে-সুস্থে। Blogging in 2023

ব্লগিং কি?

ব্লগিং হচ্ছে অনলাইনে কোন বিষয় নিয়ে লেখালেখি করা। হ্যাঁ, আপনি আপনার পছন্দের যেকোন বিষয়ে লিখতে পারেন ব্লগিং এ। তবে আপনি যে বিষয়ে এক্সপার্ট সে বিষয়ে লেখাই বুদ্ধিমানের কাজ। ব্লগিং উদ্দেশ্য হতে হবে অন্যের উপকার করা। অপরের উপকারের পর ইনকাম টা বোনাস হিসেবে পাবেন।

🌹 ব্লগিং করাটা কি সহজ?

এই প্রশ্নের উত্তর হ্যা এবং না দুটোই হতে পারে। তবে এই প্রশ্নের উত্তর সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল। আপনি যদি খুব অলস হয়ে থাকেন, তাহলে আমার মনে হয় ব্লগিং এ আপনাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু আপনি যদি রুটিন মাফিক পোস্ট লিখতে পারেন তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। তাই ব্লগিং সহজ না কঠিন এ প্রশ্নের উত্তর সম্পূর্ণ আপনার হাতে।

🌹 কোন বিষয়ে ব্লগিং করবো?

যেকোন বিষয় নিয়ে আপনি ব্লগিং করতে পারেন। তবে যে বিষয়ে আপনি এক্সপার্ট ঐ বিষয়ে লেখালেখি কথাই ভালো। ব্লগিং এর উদ্দেশ্য হ‌ওয়া উচিত মানুষের উপকার করা। কিন্তু আপনি যে বিষয়ে লেখালেখি করবেন ঐ বিষয়ে যদি আপনার ভালো কনসেপ্ট না থাকে তাহলে আপনি অন্যকে কিভাবে সাহায্য করবেন? তাই যে বিষয়ে আপনি ভালো জ্ঞান সম্পন্ন ঐ বিষয়েই লেখবেন (আদেশ নয়; পরামর্শ কেবল 🙄)। আপনি যদি মেয়ে পটাতে ভালো পারেন; তাহলে আপনি ঐ বিষয়েই লিখুন। কোন অসুবিধা হবে না। সার্চ ইঞ্জিনে এগুলো সবসময়‌ই ট্রেন্ডে থাকবে। আবার আপনি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে পড়ালেখা নিয়ে লেখালেখি শুরু করে দিন। ভালোই চলছে এটিও। সহজ কথায়, আপনার যা ভালো লাগে তা নিয়েই লেখুন। ব্লগিং করার ক্ষেত্রে আপনার কোন সীমাবদ্ধতা নেই ‌‌। আপনি আপনার ব্লগিং এর জগৎটাকে আপনার মতো করে সাজাতে পারেন। এখানে আধিপত্য বিস্তার করার কেউ নেই।

🌹২৩ এ কেন ব্লগিং 🌹

এখন আমরা আলোচনা করব কেন আপনার ২০২৩ সালে ব্লগিং করা উচিত? তো চলুন জেনে নেওয়া যাক।

👉 ব্লগিং সহজ।

বিশেষ কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি আপনার ব্লগিং জীবনে পা রাখতে পারেন। অন্যান্য কাজের ক্ষেত্রে বিষয়টি ব্যতিক্রম। আপনাকে শুরু থেকেই প্রচুর পরিশ্রম করতে হবে। কিন্তু ব্লগিং এর ক্ষেত্রে তার কোন বিশেষ প্রয়োজন নেই। আপনি রুটিন মাফিক পোস্ট করলেই হবে। ব্লগিং এর ক্ষেত্রে আপনি জাস্ট আপনার ফ্রি সময়কে কাজে লাগিয়ে‌ই ভালো একটা অবস্থান তৈরি করতে পারেন।

👉 ব্লগিং সস্তা

অন্য সব কাজের ক্ষেত্রে আপনাকে কিছু পরিমাণ অর্থ হলেও ইনভেস্ট করতে হবে। ইউটিউবে কাজ করতে গেলে আপনার অবশ্যই ভালো ক্যামেরা, মাইক্রোফোন অথবা একটা ভালো ফোন থাকা আবশ্যক। কিন্তু ব্লগিং এর ক্ষেত্রে এরকম কোন বাধ্যবাধকতা নাই। আপনি জাস্ট আপনার হাতের মোবাইলটি দিয়ে ও নেমে পড়তে পারেন ব্লগিং ফিল্ডে। যদিও ব্লগিং এর ক্ষেত্রে ও ডোমেইন ক্রয় করা লাগে। কিন্তু আপনি চাইলে ফ্রি সাব ডোমেইন দিয়ে ও এডসেন্স এপ্রুভ করে অর্থ উপার্জন করতে পারেন।

👉 ব্লগিং বন্ধ হবে না।

ব্লগিং কখনোই বন্ধ হবে না। হ্যাঁ। শুধু ২০২৩ সালে না। এরপরে ও ব্লগিং বন্ধ হয়ে যাওয়ার কোন প্রকারের সম্ভাবনা নেই। যতদিন ইন্টারনেট, সার্চ ইঞ্জিন ও গুগল থাকবে ততদিন ব্লগিং থাকবে মানেই থাকবে। আমরা যখন ইন্টারনেটে/ সার্চ ইঞ্জিনে কোন কিছু অনুসন্ধান করি, তখন আমাদের হোম পেজে যে তথ্য গুলো উপস্থাপন করা হয় তার সব গুলোই আসে বিভিন্ন ব্লগ ওয়েবসাইট থেকে। অর্থাৎ, ব্লগ সাইট না থাকলে সার্চ ইঞ্জিন মুল্যহীন। কারন সে (সার্চ ইঞ্জিন) কোন কিছু দেখাতে পারবে না। এজন্য যতদিন ব্লগ সাইট আছে, ততদিন ব্লগিং কোথাও যাচ্ছে না। 🙄

👉 টাকা ইনকাম।

আপনি শুধু আপনার ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে ব্লগিং এর মাধ্যমে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আপনাকে প্রফেশনাল ব্লগার হ‌ওয়া লাগবে না এরজন্য। প্রতিমাসে মিনিমাম ১০,০০০+ টাকা ইনকাম করা যায় শুধু বাংলাদেশ থেকে। আমাদের দেশে অনেকে শুধু বাংলায় ব্লগিং করেও ৭০,০০০+ টাকা ইনকাম করছে। ইংরেজিতে তো আরো অনেক বেশি। তাই আপনি চাইলে মেসেঞ্জারের সংসার বাদ দিয়ে ব্লগিং এর পিছনে একটু সময় দিয়ে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন। কারণ মেসেঞ্জারে সারাদিন পড়ে থাকাতে কোন উপকার নাই। বাংলায় কিছু লেখলে যেমন বাংলা ভাষার তথ্য ভান্ডার উন্নত হবে। ঠিক একই সঙ্গে আপনি বোনাস হিসেবে ভালো পরিমাণ অনলাইনে উপার্জন করতে পারেন

👉 দক্ষতা বৃদ্ধি পায়।

ব্লগিং করলে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। আপনি আপনার জ্ঞান কে সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন। নিজের সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারেন ব্লগিং এর মাধ্যমে।

👉 মোবাইল দিয়ে সম্ভব।

ল্যাপটপ বা পিসি থাকার স্পেশাল প্রয়োজন নেই। হাতের ফোন দিয়ে‌ই শুরু করেন।

👉 যেকোন বিষয়ে করা যায়।

আপনি আপনার পছন্দের যেকোন বিষয়ে ব্লগিং করতে পারেন। গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে যেহেতু বর্তমানে সবকিছুই সার্চ করা হয়, তাই যেকোন বিষয়েই ব্লগিং করাটা যুক্তিযুক্ত এখন। ইউনিক কিছু হলে ব্লগিং এ দ্রুত সফল হ‌ওয়ার সম্ভাবনা রয়েছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url