গতিশক্তি কি?
গতি শক্তি মূলত একটি শক্তি বা শক্তির আলাদা একটি রূপ।
শক্তি কি
কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। যেমন ধরুন আপনি উপরের ছবিতে দেখানো সাইকিলটি খুবই জোরে চালিয়ে কোথাও যাচ্ছেন। হঠাৎ করে যদি আপনার সামনে একটা পিচ্চি বাচ্চা চলে আসে তাহলে কিন্তু তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে কাজ হচ্ছে ক্ষতি হওয়া। আর এ কাজটি করবে আপনার সাইকেলে। তাই বলা যায় যে, আপনার সাইকেলের শক্তি আছে।
গতিশক্তি কাকে বলে?
কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ অর্জন করে তাকে গতিশক্তি বলে। যেমন উপরের গতিশীল সাইকেল টি অথবা যেকোনো গতিশীল বস্তুর গতির জন্য অর্জিত শক্তি। বলা বাহুল্য যে, "স্থির বস্তুর কোন গতিশক্তি নাই।" তার কারন কিছুক্ষণ পরেই জানতে পারবেন।
গতিশক্তির সূত্র:
গতিশক্তি,Ek= ½mv². Interesting Facts about Kinetic Energy in Bangla
- যদি আপনি একটি গতিশীল বস্তুর ভর দ্বিগুণ করেন তাহলে ঐ বস্তুর গতিশক্তি দ্বিগুণ বাড়বে।
-
- যদি আপন কোন গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ করেন তাহলে গতিশক্তি চারগুণ বাড়বে।
-
- গতিশক্তি কে ইংরেজিতে বলা হয়, kinetic energy. kinetic শব্দটি এসেছে গ্ৰিক শব্দ kinesis থেকে। যার অর্থ, "গতি"!
-
- সংঘর্ষের মাধ্যমে গতিশক্তি একটা বস্তু থেকে অন্য একটি বস্তুতে স্থানান্তরিত হতে পারে।
-
গতিশক্তি কিসের উপর নির্ভর করে?
গতিশক্তি দুটি বিষয়ের উপর নির্ভরশীল। যথা; ১. বস্তুর ভর এবং ২. বস্তুর বেগ।
গতিশক্তি কিসের উপর নির্ভর করে?
গতিশক্তি দুটি বিষয়ের উপর নির্ভরশীল। যথা; ১. বস্তুর ভর এবং ২. বস্তুর বেগ।